টাইমসনিউজ ডেস্ক
আওয়ামী লীগ থেকে নেতাদের সাবধান থাকতে বললেন শামা ওবায়েদ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ কিন্তু বসে নেই। তারা দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র করে চলেছে। তারা বিএনপির সঙ্গে মিশে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। সেজন্য আওয়ামী লীগ থেকে বিএনপি নেতাদের সাবধান থাকতে হবে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গা ইউনিয়ন বিএনপির এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, রাতের আধারে নয়, আওয়ামী লীগের নেতারা যদি শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও তারেক রহমানকে নেতা মেনে দিনের আলোতে বিএনপিতে মিশে, তাহলে তাদের নেওয়া হবে।