1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি --মহিলা ও শিশু উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রশাসন ছাড়া অন্য সব ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে —পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। আগামীকাল হাসান আরিফের দাফন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি –মহিলা ও শিশু উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা যেন একটি গণমানুষের নতুন বাংলাদেশ তৈরি করতে পারি সেজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে চাই।

তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ২০২৪ জুলাই বিপ্লবে নিহত শহীদ পরিবার ও আহত ছাত্র জনতার দীর্ঘমেয়াদী পুনর্বাসন নিশ্চিতকরণের লক্ষ্যে সন্তান ও অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

সম্মেলনে বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ, সুস্বাস্থ্যের বাংলাদেশ সংগঠনের আহবায়ক ডাক্তার কাজী সাইফউদ্দিন, ডাক্তার ইসরাত জাহান এবং শহিদ ও আহত পরিবারের অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা বলেন, ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, ছয় দফা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলন খুব কাছে থেকে দেখেছি। সেসময় যেভাবে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে আমাদের মুক্তিযোদ্ধারা, ঠিক সেইভাবে  তরুণ যোদ্ধারা সর্বশেষ ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশকে পুনরজন্ম দিয়েছে। এ দেশের মানুষ আবার মুক্তভাবে বাঁচার স্বাধীনতা উপভোগ করতে পেরেছে। জুলাই বিপ্লবে অংশ নিয়ে যারা শহীদ হয়েছেন তারা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা, পুনর্বাসনে আমাদের দায়িত্ব সীমাহীন। সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদের সকল প্রকার সহযোগিতা করবে। এজন্য তিনি নিহত ও আহত অভিভাবকদের  একসাথে বসার আহ্বান জানান।  তিনি বলেন, আমাদের দেশের হাসপাতালে চিকিৎসা সেবা অত্যন্ত নাজুক ,তদুপরি আহতদের সুচিকিৎসার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি। যারা এখনো চিকিৎসা সেবায় পিছিয়ে আছেন তাদের চিকিৎসা সহযোগিতা অব্যাহত রাখতে এবং পুনর্বাসনের আশ্বাস দেন। এর আগে তিনি শহীদ মিনারে আহতদের সাথে কথা বলেন  এবং তাদের খোঁজখবর নেন। তিনি আহতদের সান্তনা দেন এবং নতুন দিনের স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71