1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ | টাইমস নিউজ ৭১
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর বছরের মাঝামাঝিতে নির্বাচন চাইল বিএনপি স্বাস্থ্য খাতের সমস্যা নিরসনে সবাইকে এগিয়ে আসতে হবে—স্বাস্থ্য উপদেষ্টা ‘‘প্রতিবেশীদের মাঝে বিদ্বেষ কোনও পক্ষের জন্যই ভালো বয়ে আনবে না’’ ভারতের সেনাপ্রধান রাজস্ব ও ভর্তুকির জন্য ভ্যাট বাড়ানো হয়েছে: খাদ্য উপদেষ্টা এইচএমপিভি ভাইরাসে আতঙ্ক, হতে হবে সতর্ক বিডিআর হত্যা মামলার বিচারকাজ কেরানীগঞ্জ অস্থায়ী আদালত ভবনে হবে ফরিদপুর জেলা সদরপুরে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবসের আয়োজন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাথে বিএনপির বৈঠক বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত — স্বরাষ্ট্র উপদেষ্টা

এইচএসসি পরীক্ষার ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

‘বৈষম্যহীন’ এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে এবার সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী।

আজ বুধবার বেলা ৩টার দিকে দেখা যায়, সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে একদল শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনাসদস্যদের দেখা যায়।

একজন শিক্ষার্থী বলেন, তাঁরা বৈষম্যহীন এইচএসসি পরীক্ষার ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাঁদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা এখানে অবস্থান করবেন।

একপর্যায়ে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বেলা ৩টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাঁদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে, এমনকি কক্ষের সামনেও ভাঙচুর চালান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71