সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
সমবায়ে গড়ব দেশ-বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কর্তৃক আয়োজিত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর ২০২৪খ্রি. শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে র্যালী যাত্রা করে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয়।
র্যালী পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা লাকী আক্তারের সভাপত্বি প্রধান অতিথি হিসেবে জাতীয় সময়বায় দিবসের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ এরফানুর রহমান। অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল,উপজেলা সমবায় সহকারী পরিদর্শক মোঃ মহিউদ্দিন,মধুখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ আবুল বাশার বাদশা,সমবায়ী মোঃ ওবাদুর রহমান ও মোঃ মনজুর হোসেন মোল্যাসহ প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।