1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নিজেদের সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়-- উপদেষ্টা আসিফ মাহমুদ | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রশাসন ছাড়া অন্য সব ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে —পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। আগামীকাল হাসান আরিফের দাফন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

নিজেদের সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব নয়– উপদেষ্টা আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নিজ মন্ত্রণালয়ের আওতাধীন কোনো অফিসের দেয়ালে কিংবা কক্ষে আমার ছবি দেখতে চাই না; নিজেদের মধ্যে সংস্কার ব্যতীত রাষ্ট্রীয় সংস্কার সম্ভব হবে না।

আজ রাজধানীর ঢাকা ওয়াসা পরিদর্শন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রবেশপথেই দরজায় আমার একটি ছবি দেখতে পেলাম; আগে যেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল, এখন সেখানে আমার ছবি। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাহলে পরিবর্তনটা আসলে হলো কোথায়! এ বিষয়টি পরিহার করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানে শহিদ এবং ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে ছবি কিংবা প্রদর্শনী রাখাকে উৎসাহিত করেন তিনি।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, ওয়াসার নাম শুনলেই মানুষ মনে করে দুর্নীতির আখড়া, এই বদনাম ঘুচিয়ে সকলে একসাথে কাজ করে এবং দুর্নীতিমুক্ত হয়ে সুনাম বাড়াতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে, শ্রম ও নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি। আগামীর নতুন বাংলাদেশে ওয়াসাকে নতুনভাবে ঢেলে সাজানোর কথা বলেন উপদেষ্টা।

মতবিনিময় সভায় উপদেষ্টা আরো বলেন, পানির অপর নাম জীবন, কিন্তু সেই পানি আবার মৃত্যুর কারণ হয়, যদি দূষিত থাকে। নগরবাসীর জন্য সুপেয় পানি নিশ্চিত করতে এবং শুষ্ক মৌসুমে পানির সরবরাহ বৃদ্ধিতে সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়া নগরীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নতিকল্পে গুরুত্ব আরোপ করেন।

এর আগে ঢাকা ওয়াসা ভবনের নিচতলায় জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর ফটো গ্যালারীর উদ্বোধন করেন তিনি। ‘মার্তৃভূমি অথবা মৃত্যু’ এবং ‘জেগে উঠি একসাথে, বৈষম্যহীন বাংলাদেশে’ প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ঢাকা ওয়াসাকে নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সভার সভাপতি ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম।

সভায় স্থানীয় সরকার বিভাগ ও ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71