টাইমসনিউজ ডেস্ক
ভারতকে বাদ দিয়ে এই প্রথমবার পাকিস্তানের কাছ থেকে চিনি কিনল বাংলাদেশ। দেশটির কাছ থেকে উচ্চমানের ২৫ হাজার টন চিনি কেনা হয়েছে। এই চিনি চট্টগ্রাম বন্দরে পৌঁছবে আগামী মাসেই। এর আগে ভারতের কাছ থেকেই চিনি কিনতো বাংলাদেশ।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, বাংলাদেশ ২৫ হাজার টন উচ্চমানের চিনি কিনেছে পাকিস্তানের কাছ থেকে। এই চিনি করাচি বন্দর হয়ে আগামী মাসে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।
পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, বহু বছর পর বাংলাদেশে নিজেদের উৎপাদিত বিপুল পরিমাণ চিনি পাঠাচ্ছে পাকিস্তান চিনি শিল্প। এর আগে বাংলাদেশ চিনি আমদানি করে আসছিল ভারত থেকে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ অনুমোদন দেওয়ার পর চলতি বছর ৬ লাখ টন চিনি রপ্তানির উদ্যোগ নিয়েছে পাকিস্তানের চিনি শিল্প।
পাকিস্তান এবার এশিয়ার দেশগুলোতে ৭০ হাজার টন চিনি পাঠাচ্ছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তানের চিনি শিল্প থেকে ৫০ হাজার টন চিনি কিনেছে থাইল্যান্ড। উজবেকিস্তান, তুর্কিমেনিস্তান, তাজিখস্তান ও আজারবাইজানেও যাচ্ছে পাকিস্তানের চিনি।
পাকিস্তানের চিনি ব্যবসায়ী সমিতির নেতা মজিদ মালিক জানান, পাকিস্তান থেকে উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও চিনি কেনার চুক্তি করেছে।
আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টনে ৫৩০ মার্কিন ডলার। চিনি রপ্তানি থেকে এবার পাকিস্তান আয় করবে ৪০ থেকে ৫০ কোটি মার্কিন ডলার।