সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
ফরিদপুর মধুখালীতে কালপোয়া ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
৮ অক্টোবর সোমবার বিকাল ৩ ঘটিকায় কালপোয়া স্কুল মাঠ প্রাঙ্গণে, বিশাল এই ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রিয় নেতা ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি,খন্দকার নাসির ইসলাম নাসির। অনুষ্ঠানটি উদ্বোধন করার কথা ছিলো, উপজেলা বিএনপির সহ-সভাপতি,কালপোয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোস্তাক আহমেদ চঞ্চল তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নি। কামালদিয়া ইউপি সদস্য সয়েল আহমেদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন কামালদিয়া যুবদলের আহ্বায়ক ও মাঠ কমিটির সভাপতি শেখ রেজাউল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল,সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর, উপজেলা উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল,উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মোরশেদ আবু নছর টিটো, কেন্দ্রীয় কৃষক দল
সহ-সাংস্কৃতিক সম্পাদক মেহেদি হাসান পারভেজ, পৌর কৃষক দলের আহবায়ক নুরুন্নবী মিয়া, কামালদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের সি:যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম,যুগ্ম আহবায় আকিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত সরত সহ আরো অনেক নেতৃবৃন্দ।
এছারা এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এটিএম সাইফুজ্জামান।
উদ্বোধনী খেলাতে অংশ নেয় বেসদি যুব সংঘ এবং চর বাগাট একাদশ।
টুর্নামেন্ট সার্বিক পরিচালনা করেন, কালপোয়া মাঠ কমিটির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মোল্লা, ক্রিয়া সম্পাদক সজীব হোসেন সহ অন্যান্যরা।