1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিদের বিক্ষোভ, গুলিবিদ্ধ দুই | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রশাসন ছাড়া অন্য সব ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে —পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। আগামীকাল হাসান আরিফের দাফন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিদের বিক্ষোভ, গুলিবিদ্ধ দুই

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চার মাসের বকেয়া বেতন দাবিতে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে দুই নারী শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধরা হলেন- চম্পা খাতুন (২২) ও মোরশেদা বেগম (৩৮)। চম্পার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার জাহাঙ্গীরাবাদ গ্রামে। আর মোরশেদার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার তুলারাম মজিদপুর গ্রামে।

গুলিবিদ্ধ চম্পা খাতুনের ভাই স্বপন বলেন, ‘আমার বোন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। গত চার মাস ধরে তাদের বেতন দেয় না এই নিয়ে তারা আজকে সকালে আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমার বোনের পেটে ও বাম হাতে গুলি লাগে। পরে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে চার নাম্বার রুমে তার চিকিৎসা চলছে।’

স্বপন আরও বলেন, ‘আমার বোনের অবস্থা ভালো না। ‌তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। আমাদের চিকিৎসক বলেছে রক্তের জোগাড় করতে। তার জ্ঞান থাকলেও সে কাউকে চিনতে পারছে না। আবোল-তাবোল কথা বলছে।’

আর মোরশেদার স্বামী আশরাফুল বলেন, ‘আমার স্ত্রী ওই গার্মেন্টসে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করে। চার মাস ধরে গার্মেন্টস কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না বলে এই শ্রমিকরা আন্দোলনে নামে। এতে পুলিশ শ্রমিকদের ওপরে গুলি চালায়। আমার স্ত্রীর পেটে ও হাতে গুলি লেগেছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, ‘আশুলিয়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই নারী পোশাক শ্রমিককে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71