মেহেদী হোসেন পলাশ
ফরিদপুরের মধুখালীতে পল্লী প্রাণী চিকিৎসক সংগঠনের উপজেলা শাখার তিন বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় উপজেলার এডভেন্ট এগ্রোভেট কোম্পানি লিমিটেডের বাঁশতলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সিনিয়র যুগ্ম সম্পাদক বাবলু কুমার রায়, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ফকির,ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম মানিক।
উপজেলা কৃষক দলের সভাপতি মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সভাপতি এসএম মুক্তার হোসেন মুক্তার, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মৃধা মনিরুজ্জামান মুন্নু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ,যুগ্ম সম্পাদক মফিজুর রহমান মুবিন সহ অন্যান্যরা। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আকরাম খান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শরিফুল আলম কবির এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিনার,সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউব মোল্লা, সহ-সভাপতি কামাল হোসেন কনক, কাজি লিয়াকত হোসেন, বিল্লাল হোসেন বিপুল, শহিদুল ইসলাম বিশ্বাস, বাবু অসীম ঘোষ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মন্ডল, যুগ্ন সম্পাদক হামিদুর রহমান হামিদ,ইসাক খান সুরুজ, সহ সাংগঠনিক সম্পাদক আজাদ সেদার, দপ্তর সম্পাদক মোস্তফা মাসুম, প্রচার সম্পাদক মাজারুল ইসলাম রাহাত,অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম ইকবাল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক তুষার শেখ, সমাজকল্যাণ সম্পাদক কুরআন শেখ, ক্রীড়া সম্পাদক আকরাম মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয়।
এছাড়া ১২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, রাকিব হোসেন চৌধুরী ইরান, আবুল কাশেম আবুল, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, তানজির নাইম (V.L.O)
হায়দার আলী মোল্লা, বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, আব্দুল আলিম মানিক, ফরিদুল ইসলাম, মেহেদী হাসান মুন্নু, এসএম মুক্তার, মৃধা মনিরুজ্জামান মুন্নু।
উপস্থিত অতিথিরা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং পল্লী প্রাণী চিকিৎসা সেবার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।