টাইমসনিউজ ডেস্ক
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার দুপুরে তিনি দূতাবাসে যান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বেগম খালেদা জিয়া তার বাসা থেকে বের হন। এরপর তিনি মার্কিন দূতাবাসে যান। তবে তিনি কেন সেখানে গিয়েছেন, তা বলতে পারছি না।
এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ম্যাডামের ব্যক্তিগত কাজে আজ আমেরিকান দূতাবাসে যাওয়ার কথা রয়েছে।