টাইমসনিউজ ডেস্ক
বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বহুপাক্ষিক প্রচেষ্টা’র গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সংঘাত নয়, বরং সহযোগিতাই হওয়া উচিত বিশ্বব্যাপী সমস্যা সমাধানের ভিত্তি।
বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলো কোনো একজনের বা এক দেশের নয়, তাই আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূয়সী প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, দেশরক্ষায় তাদের অঙ্গীকার অনন্য। বাংলাদেশ সশস্ত্র বাহিনী স্থিতিস্থাপকতা, দেশপ্রেম এবং শান্তির প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক। দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা এবং মহামারীর মতো জাতীয় সংকটে তাদের অবিরাম প্রচেষ্টা তিনি স্মরণ করেন।
দেশি-বিদেশি এনডিসি স্নাতকদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘নাগরিক কল্যাণে এটি আপনাদের অবিচল আত্মোৎসর্গের বহিঃপ্রকাশ।’
অধ্যাপক ইউনূস বলেন, জাতিসংঘের (ইউএন) মাধ্যমে বিশ্বশান্তিতে তাদের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তিনি জাতীয় নিরাপত্তা, উন্নয়ন ও জাতিগঠনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের স্বীকৃতি দেন।
‘এটি একটি অত্যন্ত বিশেষ মাস, ডিসেম্বর মাস,’ বলে অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গকারী সকলের এবং সকল স্তরের জনগণের ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করেন। জুলাই বিপ্লব সফল করতে এবং একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গকারী ও আহত সকলকে শ্রদ্ধা জানান তিনি।
অধ্যাপক ইউনূস এনডিসি সদস্যদের বলেন, তিনি আত্মবিশ্বাসী যে এনডিসি ‘জ্ঞানের মাধ্যমে নিরাপত্তা’ মূলমন্ত্র ধরে রাখবে।
আন্তর্জাতিক কোর্সের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আপনারা আপনাদের নিজ নিজ দেশে এবং সীমান্তের বাইরেও বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন।’