1. admin@timesnews71.com : অ্যাডমিন :
*সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত* | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রশাসন ছাড়া অন্য সব ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে —পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। আগামীকাল হাসান আরিফের দাফন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

*সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত*

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

*সিভিল এভিয়েশন একাডেমিতে ICAO CAA Approval of Training Organizations (ATO) Course এর সমাপনী অনুষ্ঠিত*

বৃহস্পতিবার সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর তত্ত্বাবধানে সমাপ্ত হলো সপ্তাহব্যাপী ICAO CAA Approval of Training Organizations (ATO) Course। উক্ত কোর্স এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি (Air Commodore Abu Sayeed Mehboob Khan, BSP, BUP, ndc, psc)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (ফ্লাইট স্ট্যার্ন্ডাড এন্ড রগেুলশেন্স) গ্রুপ ক্যাপ্টেন মোঃ মুকিত-উল-আলম মিঞা, বিইউপি, পিএসসি, জিডি(পি) (Group Captain Md. Mukeet-ul-Alam Miah, BUP, psc, GD(P))।

উক্ত কোর্সটিতে বেবিচক, US Bangla Airlines, Astra Airways Limited, Sky Capital Airways Limited, Arirang Aviation Limited ও Galaxy Flaying Academy হতে সর্বমোট ১৮ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কানাডা থেকে আগত Senior ICAO Instructor Captain Mostafa Houmady কোর্সটির প্রশিক্ষণ প্রদান করেন।

উল্লেখ্য, সিভিল এভিয়েশন একাডেমিসহ বাংলাদেশের বিভিন্ন এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান নিশ্চিতকরণের জন্য প্রথমবারের মত বাংলাদেশে এ ধরনের আন্তর্জাতিক কোর্স আয়োজন করা হয়। এ কোর্সে অংশগ্রহণের মধ্য দিয়ে বেবিচক ও বিমান প্রশিক্ষণ সংস্থাসমূহের ইন্সট্রাক্টর ও ইন্সপেক্টরদের মান ও দক্ষতা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। এছাড়া কোর্সটিতে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এভিয়েশন প্রশিক্ষণ প্রদান ও ট্রেনিং অর্গানাইজেশনের ইন্সপেকশন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবে। তদুপরি এ কোর্সটি আসন্ন ICAO Audit এ Training বিষয়ক Protocol Question প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71