টাইমসনিউজ ডেস্ক
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। আজ ভোর থেকেই আলেম-ওলামা ও সাধারণ জনগণ এ সম্মেলনে যোগ দিতে উদ্যানে আসতে শুরু করেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই সম্মেলন। এখানে দাওয়াত ও তাবলিগ, কওমি মাদরাসা এবং দীনের হেফাজতের বিষয় নিয়ে আলোচনা হবে।
এর আগে গতকাল সোমবার রাতে রাজধানীর পুরাতন পল্টনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানানো হয়। এতে মহাসম্মেলনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদমাধ্যমে ব্রিফিং করেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে মাওলানা ফজলুল করীম কাসেমী।
সংবাদ সম্মেলনে দেশের সর্বস্তরের আলেম ওলামা ও আপামর তাওহীদি জনতাকে দলে দলে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন মহা-সম্মেলন এর আহ্বায়কগণ।