1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৭১ এর মুক্তিযুদ্ধ ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না-- উপদেষ্টা শারমীন এস মুরশিদা | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রশাসন ছাড়া অন্য সব ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে —পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। আগামীকাল হাসান আরিফের দাফন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

৭১ এর মুক্তিযুদ্ধ ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না– উপদেষ্টা শারমীন এস মুরশিদা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

৭১ এর মুক্তিযুদ্ধ ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না—- উপদেষ্টা শারমীন এস মুরশিদা

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ ‘কথা বলো নারী’ এই স্লোগান কে অভিনন্দন জানিয়ে বলেন প্রতিটি শব্দই যথার্থ হয়েছে উল্লেখ করে বলেন, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ যেমন আমাদের অন্তরে গাথা তেমনি তোমাদের ২৪ এর জুলাই বিপ্লবকে হারিয়ে যেতে দেবো না। ২০২৪ এর জুলাই- আগস্টের গণঅভ্যুত্থানে তোমাদের যে ভূমিকা রয়েছে ,তা ইতিহাস রচনা করেছো। মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তা ধরে রাখতে চাই। তিনি বলেন, পুরুষতান্ত্রিক সমাজে আমাদের ছেলেদের সামনে থেকে মেয়েরা, তোমাদের যে শক্তি দেখিয়েছো তা এক ধাক্কায় এদেশের বৈষম্য বিরোধী আন্দোলনে বিপ্লব ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছো। তিনি বলেন সমাজে মেয়েদের যে সংকীর্ণ দিক আছে তা ব্যবহার করে দমিয়ে রাখা যাবে না। তোমাদের ভাবনা, চিন্তার মাধ্যমে তরুণ সমাজকে সাথে নিয়ে একটি পলিটিক্যাল সংগঠন তৈরি করতে পারো, যাতে প্রতিটি জায়গায় তোমাদের নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে পারো । তিনি আরো বলেন, জুলাই- আগস্ট এর আন্দোলনে তোমরা জীবন দিয়ে শিখিয়ে গেছো। সমাজে যে অন্যায়, নির্যাতন ,দুর্নীতির অন্ধকারাচ্ছন্ন থেকে মুক্তি পেতে আলোর পথ দেখাতে তোমরা সংগ্রাম করে আমাদের শিখিয়ে দিয়ে গেছো। তিনি বলেন, এদেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেব না। সংস্কার করে একটু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক মনোভাব আনতে হবে, যাতে দেশের মানুষ দল মত নির্বিশেষে সকলে মিলে সহবস্থানে বসবাস করতে পারে।

তিনি আজ সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘কথা বলো নারী’ সংগঠনের আয়োজনে রোকেয়া দিবস উপলক্ষ্য জুলাই গণঅভ্যুত্থানে লড়াকু নারীদের ভূমিকা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীর অংশগ্রহণ শীর্ষক সুলতানার গল্প ২০২৪ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
আলোচনা সভায় কথা বলো নারী সংগঠনের আহবায়ক নুসরাত হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগ অধ্যাপক শ্যামলী শীল বক্তৃতা করেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লড়াকু সৈনিক উমামা ফাতেমা, জাফর মোহাম্মদ, শিক্ষার্থী স্নেহা, মনীষা মাহরুফা, খাতুনে জান্নাত, অ্যাডভোকেট মারিয়া ফারজানা, মৌমিতা নূর, লাবনী মন্ডল, তাহমিনা সেলী, সোনিয়া ইসলাম, তানিশা রহমান এবং উম্মে ইরফাত জাহান বক্তৃতা করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, বেগম রোকেয়ার সময় থেকে বর্তমান সময়ের নারী রোকেয়ারা ২৪ এর গণঅভ্যুত্থানে লড়াইয়ে ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। গ্লোবাল পরিস্থিতির যুগে নারী পুরুষের সমতা সমান তালে এগিয়ে যাচ্ছে। আন্দোলনে নারীদের যে বলিষ্ঠ ভূমিকা দেখিয়েছো, তোমাদের পিছিয়ে থাকলে চলবে না, এদেশের মানুষের কল্যাণে নারীরা পুরুষের পাশাপাশি সমান তালে ভূমিকা রেখেই সমাজের বৈষম্য দূরীকরণে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটে জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানে লড়াকু নারী যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের প্রদর্শিত ছবি উপদেষ্টা ঘুরে ঘুরে দেখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71