1. admin@timesnews71.com : অ্যাডমিন :
৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় | টাইমস নিউজ ৭১
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁদপুরে দুষ্কৃতকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭ মধুখালীতে বাস থেকে পড়ে নারী যাত্রীর মৃত্যু মুক্তিযোদ্ধাকে হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হবে প্রশাসন ছাড়া অন্য সব ২৫ ক্যাডারের সমন্বয়ে বিএএসএসপিও-২৫ গঠন পাহাড় কাটা, বায়ুদূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে —পরিবেশ উপদেষ্টা স্বাস্থ্যসেবায় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো থেকে চিকিৎসকদের কমিশন নেওয়া অনৈতিক ও অবৈধ। আগামীকাল হাসান আরিফের দাফন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে স্মরণ সভা মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে ১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

১৬তম ওভারে প্রথম দুই বলে দুই ছক্কা মারেন রোস্টন চেজ। প্রথমটি স্কুপ করে, পরেরটি ফুল টসে স্ট্রেট দিয়ে। ১৬ রান দিয়েছিলেন হাসান মাহমুদ তার এই ওভারে। তাতে ম্যাচটা অনেকটা ঘুরে যায় স্বাগতিকদের পক্ষে। তবে, সেটাকে বাংলাদেশের দিকে ফিরিয়ে আনতে সময় নেননি লেগস্পিনার রিশাদ হোসেন। পরপর দুই বলে ফেরান চেজ ও গুদাকেশ মোতিকে। চেজ হয়েছেন বোল্ড আর বাউন্ডারি লাইনে শেখ মাহেদিকে ক্যাচ দেন মোতি।

পরের ওভারেই আলজারি জোসেফকে কট এন্ড বোল্ড করেন তানজিম সাকিব। অনেকটা চোখের পলকে ৮৯ রানে ৬ উইকেট থেকে স্কোর হয়ে যায় ৯০ রানে ৯ উইকেট। তাসকিন নিয়েছেন শেষ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ থামল ১০২ রানে। ২৭ রানের জয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

১২৯ রানের স্বল্প পুঁজি থেকেও ম্যাচ নিজেদের করে আনার পুরো কৃতিত্বটা এদিন পাচ্ছেন বোলাররা। শুরুতে তাসকিন আহমেদ এবং শেখ মাহেদি হাসান নতুন বলে নিজেদের কাজটা একেবারেই ঠিকঠাক করেন। এরপর সেটাকে ধরে রাখেন তানজিম সাকিব। আগের ম্যাচে বেশ খরুচে বোলিং করলেও এদিন ছিলেন নিয়ন্ত্রিত। রিশাদের জাদুকরী ১৭তম ওভারটা বাংলাদেশের জয় এনে দেয় একেবারেই হাতের নাগালে। আর শেষটা করেছেন এই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার তাসকিন আহমেদ।
হাসান মাহমুদের ইনিংসের প্রথম ওভারেই বাউন্ডারি পেয়েছিলেন ব্রেন্ডন কিং। পরের ওভারে শেখ মাহেদিকে এক চার আর এক ছক্কায় ঝড়ের আভাস দেন জনসন চার্লস। অবশ্য সেটা আর হয়নি। তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। প্রথম বলেই দারুণ এক লেংথ ডেলিভারিতে কিংকে উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। ৫ বলে ৮ রানে ফিরলেন তিনি। শেষ বলে ফ্লেচারকেও উইকেটের পেছনে ক্যাচ বানালেন তাসকিন। ৪ বলে শূন্য রানে ফিরলেন ফ্লেচার।

চতুর্থ ওভারে এক বাউন্ডারি হজম করলেও জনসন চার্লসকে এলবিডব্লিউতে ফেরান শেখ মাহেদি। এরপরই স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরেন নিকোলাস পুরান। সপ্তম ওভারে তানজিম সাকিবের বলে স্লিপে আঙুলের ডগায় থাকা রভম্যান পাওয়েলের ক্যাচ ছেড়ে দেন সৌম্য। সেই আক্ষেপ অবশ্য বাড়েনি খুব একটা। পরের ওভারেই হাসান মাহমুদের বলে দুর্দান্ত এক ক্যাচে ডেঞ্জারম্যান পাওয়েলকে ফেরান মিরাজ।

রোমারিও শেফার্ডকে শুন্য রানে প্যাভিলিয়নের পথ দেখান তানজিম সাকিব। ৪২ রানে ৬ উইকেটের পতন। জয় তো বাংলাদেশেরই…। কিন্তু না. এখান থেকে উইন্ডিজদের জয়ের দিকে নিতে শুরু করেন চেজ-আকিল জুটি। ৮ম থেকে ১৫তম ওভারে কেবল একটি বাউন্ডারি পেয়েছিল স্বাগতিকরা কিন্তু জুটি জমিয়ে ফেলল। এরপর রোস্টন চেজের টানা দুই ছক্কা চাপেই ফেলে দিল বাংলাদেশকে।

সেখান থেকে আবার দুর্দান্ত ফাইটব্যাক– রিশাদ, তানজিম সাকিব আর তাসকিনরা ১২ বলের ব্যবধানে নিয়ে নিলেন স্বাগতিকদের ৪ উইকেট। ধরা দিল বহু আকাঙ্ক্ষিত সিরিজ জয়। বিশেষ করে টি-টোয়েন্টিতে।

২০১৮ সালের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই প্রথম সিরিজ জিতল টাইগাররা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71